প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করছে

 


প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করছে উল্লেখ করে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. ইয়াকুব সৈনিক বলেছেন, আল আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের প্রায় পুরো ব্যবসায়িক কাঠামো বাংলাদেশিদের নিয়ন্ত্রণে।

বুধবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে আল-আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ ছাড়া এদেশের অটো, ইলেকট্রিক গ্যারেজ এবং টেক্সটাইল শিল্পেও বাংলাদেশিদের প্রশংসনীয় অবদান আছে। এগুলো প্রচার করতে হবে তবে গণমাধ্যমে এই সাফল্য যথাযথভাবে প্রচার না হওয়ায় বাংলাদেশের নাম ছড়াচ্ছে না।

মো. ইয়াকুব সৈনিকের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতারা এতে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদান এবং রপ্তানি প্রসারের সম্ভাবনা নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হয়। তারা কনসাল জেনারেলের সঙ্গে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় দেশের সঙ্গে আমিরাতের বাণিজ্য সম্প্রসারণে সমুদ্র পথে দুবাইয়ে পণ্য রপ্তানির আহ্বান জানানো হয়।

সভায় ইয়াকুব সৈনিক বলেন, আল-আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে বাংলাদেশ থেকে সরবরাহ করা শাকসবজি ও ফলমূল বিক্রি করা হয়। বর্তমানে অধিকাংশ পণ্য বিমানের কার্গোতে দ্রুত সময়ে আনা সম্ভব হলেও পরিবহন খরচ বেশি পড়ে। যার ফলে এসব পণ্য প্রসার এবং লাভ কম। তবে সম্প্রতি ‘দুবাই টু চট্টগ্রাম’ রুট ব্যবহার করে পাকিস্তান ও চীন থেকে বাংলাদেশে যাওয়া জাহাজগুলো নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি বলেন, এসব জাহাজে করে যদি বাংলাদেশ থেকে দুবাইয়ে শাকসবজি ফলমূলসহ পণ্যদ্রব্য পৌঁছানো যায় তাহলে পরিবহন ব্যয় অনেক কম পড়বে। যা ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রি ও প্রসারে আরও উদ্বুদ্ধ করবে। তা ছাড়া এ ব্যবস্থা চালু হলে পরিবহন ব্যয় কমে আসবে এবং পণ্যের বাজার প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা বাড়বে। এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি করবে বলেও মন্তব্য করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন