ইযরায়েল হামাস যুদ্ধের কারণে ব্যবসায়িক ক্ষতি ম্যাকডনাল্ডসের


ইযরায়েল-হামাস যুদ্ধের উত্তেজনায় ম্যাকডনাল্ডসের ইযরায়েলকে সমর্থন করা নিয়ে তথ্য ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বাজারে ম্যাকডনাল্ডস ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস কেম্পজিনস্কি।

বিবিসি জানিয়েছে, ইযরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার পরের সপ্তাহগুলোতে ম্যাকডনাল্ডস জানিয়েছিল তারা ইযরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের বিনামূল্যে খাবার বিতরণ করছে। এই ঘোষণার ফলে গাজায় ইযরায়েলের সামরিক অভিযানের সমর্থকরা ব্র্যান্ডটি বয়কটের আহ্বান জানায়।

এর প্রভাবে কুয়েত, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ম্যাকডনাল্ডস প্রতিনিধিরা ব্র্যান্ডটি থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে বিবৃতি দেয়।

ক্রিস কেম্পজিনস্কি তার লিঙ্কডইন পোস্টে এসব তথ্যকে হতাশাজনক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোসহ প্রতিটি দেশে ম্যাকডনাল্ডস গর্বের সঙ্গে স্থানীয় অপারেটরদের মাধ্যমে প্রতিনিধিত্ব করে। যুদ্ধ সংশ্লিষ্ট তথ্য মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বাজার ও বাইরের কিছু বাজারে ম্যাকডনাল্ডসের মতো ব্র্যান্ডগুলোকে আর্থিকভাবে প্রভাবিত করছে।’

সাম্প্রতিক সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেম্পজিনস্কি বলেন, ‘আমরা যে কোনো ধরণের সহিংসতা ঘৃণা করি এবং যেকোনো ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে দৃঢ় মনোভাব পোষণ করি।’

বিশ্বজুড়ে ম্যাকডনাল্ডসের ৪০ হাজারের বেশি আউটলেট রয়েছে। যার প্রায় পাঁচ শতাংশ মধ্যপ্রাচ্যে অবস্থিত।

ইযরায়েল-গাজা যুদ্ধের উত্তেজনা নিয়ে ম্যাকডনাল্ডসের মতো স্টারবাকসও ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন